| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব বিশ্বাসঘাতকতা : তিন সেনাসদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব


বিশ্বাসঘাতকতা : তিন সেনাসদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     11 April, 2021     10:10 AM    


নিজ দেশ সৌদি আরবের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং শত্রুদের সহযোগিতা করার অভিযোগে দেশটিতে তিন জন সেনাসদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স-এর। তবে ওই তিন ব্যক্তি কাদের সহযোগিতা করেছেন, সে ব্যাপারে সৌদি সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি।

গতকাল শনিবার (১০ এপ্রিল) এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।  জানা গেছে, ইয়েমেনের সীমান্ত সংলগ্ন এলাকায় মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদির বিশেষ আদালতে বিচারের পর ওই তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য,  সৌদি আরবের মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে ২৭ জন এবং তার আগের বছর ১৮৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা সৌদিকে মৃত্যুদণ্ড বন্ধ করার আহ্বান জানালেও সৌদি তাতে কর্ণপাত করে না। সৌদি আরবে ইসলামি আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়।
-জেড