| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব সর্বশেষ মুসলিম রাষ্ট্র কসোভোর নতুন প্রেসিডেন্ট উসমানি


সর্বশেষ মুসলিম রাষ্ট্র কসোভোর নতুন প্রেসিডেন্ট উসমানি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     05 April, 2021     02:17 PM    


ইউরোপের বলকান অঞ্চলের সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র কসোভোর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক স্পিকার ভিজোসা উসমানি। কসোভোর পার্লামেন্টের সদস্যরা ভোটের মাধ্যমে গতকাল রোববার তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন। খবর আলজাজিরার।

 ইতোমধ্যে পার্লামেন্টে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ৩৮ বছর বয়সী এ নারী। ভিজোসা উসমানি আগামী পাঁচ বছর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে, গত নভেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে কসোভোর স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী নেতা হাশিম থাচি পদত্যাগ করলে সাময়িকভাবে ওই পদে আসীন হন ভিজোসা উসমানি। এরপর গত বছর হেগের বিশেষ আদালতে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনলে পদত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, পৃথিবীর মানচিত্রে কসোভো সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র।  ইসলামের প্রথম শতাব্দীতেই এ অঞ্চলে ইসলামের স্নিগ্ধ হাওয়া পৌঁছে গিয়েছিল। তবে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হতে অনেক সময় লেগেছিল। কসোভোয় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল ৭৯৭ হিজরিতে।

কসোভোর আয়তন ১০ হাজার ৮৮৭ বর্গকিলোমিটার। রাজধানী প্রিস্টিনা। প্রধান ভাষা আলবেনীয় ও সার্বীয়। কসোভোর জনসংখ্যা ১৯ লাখ সাত হাজার ৫৯২ জন। যার মধ্যে মুসলমান রয়েছে ৯৫.৬ শতাংশ, রোমান ক্যাথলিক ২.২, অর্থডক্স ১.৫ ও অন্যান্য ধর্মের মানুষ রয়েছে ১ শতাংশেরও কম।

২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি কসোভোকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় বাংলাদেশ।
-জেড