| |
               

মূল পাতা সারাদেশ টঙ্গীতে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন


টঙ্গীতে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     25 March, 2021     12:18 PM    


গাজীপুরে টঙ্গীতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। মহানগরের টঙ্গী পশ্চিম থানার ৫৫ নম্বর ওয়ার্ড মিল বাজারে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুন আশপাশের ঝুটের গোডাউন ও বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়েছে। ঝুঁকিতে রয়েছে সেখানে ডিপিডিসির কেন্দ্রীয় ভাণ্ডার। ভাণ্ডারটিতে কোটি কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সংরক্ষিত রয়েছে।

এ ব্যাপারে টঙ্গী দমকল স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, আগুন যেন চারদিকে ছড়িয়ে না পড়ে সেজন্য তারা আপাতত চারপাশের স্থাপনাগুলো রক্ষার চেষ্টা চালানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
-জেড


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর গাজীপুর সদর