| |
               

মূল পাতা সাহিত্য বিকেলে আজিমপুরে সৈয়দ আবুল মকসুদের দাফন


বিকেলে আজিমপুরে সৈয়দ আবুল মকসুদের দাফন


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     24 February, 2021     12:55 PM    


কলামিস্ট, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদকে বুধবার বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ বুধবার সকালে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বুধবার বেলা আড়াইটায় তার বাবার কফিন স্কয়ার হাসপাতাল থেকে জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। সেখানে সাংবাদিকরা তার প্রতি শ্রদ্ধা জানানোর পর জানাজায় অংশ নেবেন।’

তিনি জানান, এরপর আবুল মকসুদের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে নাগরিকদের শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার আরেক দফা জানাজা হবে। বিকেলে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার সৈয়দ আবুল মকসুদ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৈয়দ আবুল মকসুদ একাধারে গবেষক, প্রাবন্ধিক, সাহিত্যিক, কবি, লেখক ও কলামিস্ট ছিলেন। ১৯৯৫ সালে বাংলাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়।

সৈয়দ আবুল মকসুদ সেলাইবিহীন কাপড় পরতেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইরাকে অন্যায়ভাবে মিথ্যা অযুহাতে মার্কিন হামলার প্রতিবাদে সেলাই ছাড়া কাপড় পরিধান করেছেন দীর্ঘ ১৮ বছর। তিনি পশ্চিমা কাপড় বর্জন করে তার প্রতিবাদ অব্যাহত রেখেছিলেন আমৃত্যু।
-জেড