| |
               

মূল পাতা সাহিত্য নুরিয়া প্রাঙ্গনে কিতাবমেলা শুরু


নুরিয়া প্রাঙ্গনে কিতাবমেলা শুরু


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     04 February, 2021     12:13 PM    


কামরাঙ্গীরচরে জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গনে মাকতাবাতুল আযহারের উদ্যোগে শুরু হয়েছে কিতাবমেলা। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া এ মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। পরদিন শুক্রবারও যথারীতি সকালে মেলা শুরু হয়ে রাত ১০টায় শেষ হবে।

মেলায় থাকছে হাজারের বেশি বিষয়ের বই। বিপুল পরিমাণ আরবি-উর্দু কিতাবের সংগ্রহ। দেশি-বিদেশি অনুবাদের পাশাপাশি প্রচুর মৌলিক কিতাবও পাওয়া যাচ্ছে মেলায়।

মেলা সূত্রে জানা গেছে, মেলায় ৩০-৬০% ছাড়ে বই বিক্রি হচ্ছে। এ ছাড়া সবধরনের বাংলা বইয়ে ৫৫% পর্যন্ত ছাড় রয়েছে। আরবি-উর্দু বইয়ে রয়েছে বিশেষ মূল্যছাড়। প্রতিদিন মাগরিবের পর প্রিয় লেখকের অটোগ্রাফসহ বই কেনার সুযোগ রয়েছে মেলায়।

মোট ৯টি প্রকাশনা সংস্থা এবারের মেলায় অংশ নিচ্ছে। এগুলো হলো- মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা, গাউসিয়া পাবলিকেশন্স, আকিক পাবলিকেশন্স, বইঘর, মাকতাবাতুল হুদা, শুদ্ধি ও অর্পণ প্রকাশন।

কী উদ্দেশ্য নিয়ে কিতাবমেলা শুরু করা হয়েছিল জানতে চাইলে মাকতাবাতুল ইসলামের প্রকাশক তাকি হাসান রহমতটোয়েন্টিফোরকে বলেন, ‘মফস্বল পর্যায়ে অনেক মানুষ জানেনই না, বাংলায় কী দারুণ দারুণ ইসলামি বই প্রকাশিত হয়েছে। তাদেরকে জানানো আমাদের অন্যতম উদ্দেশ্য এবং ইতোমধ্যে আমরা এ জায়গায় সফল হয়েছি।’ তিনি জানান, এখন পর্যন্ত আয়োজিত ২৪ মেলার ২৩টিতেই তারা নিজেদের টার্গেটের বেশি সাড়া পেয়েছেন।

‘সারাদেশে তৃণমূল পর্যায়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে’ প্রকাশনা সংস্থা মাকতাবাতুল আযহারের উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে এ যাবৎ এমন ২৪টি কিতাবমেলা আয়োজিত হয়েছে, এবারের মেলা ২৫তম।
-জেড