| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন মহিমাগঞ্জ মাদ্রাসায় তালা ভেঙে ল্যাপটপ-আইপিএস চুরি


মহিমাগঞ্জ মাদ্রাসায় তালা ভেঙে ল্যাপটপ-আইপিএস চুরি


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি     29 December, 2020     11:31 AM    


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের অফিসের দরজার তালা ভেঙে ল্যাপটপ ও ব্যাটারিসহ আইপিএস চুরি করে নিয়ে গেছে চোরেরা।

গত রোববার দিবাগত রাতের কোনও এক সময়ে এ ঘটনা সংঘটিত হয় বলে মনে করছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাকালীন সময়ে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় ক্লাশ বন্ধ থাকলেও দাপ্তরিক কর্মকাণ্ড চালু আছে এ মাদ্রাসায়। সম্প্রতি অনার্স শ্রেণিতে ভর্তিসহ নানা কাজ চলছিল। এরই মাঝে গত রোববার দিবাগত রাতের কোনও এক সময়ে অধ্যক্ষের কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, আইপিএস ও ব্যাটারি চুরি করে নিয়ে যায় কে বা কারা। এর পাশের অফিস কক্ষের তালা ভাঙার শব্দ পেয়ে নৈশ প্রহরী জেগে উঠলে চোরেরা পালিয়ে যায়। এ কক্ষে ভর্তিসহ বিভিন্ন কারণে অনেক টাকা পয়সা ছিল। সম্ভবত এই টাকা চুরি করতেই চোরেরা হানা দিয়েছিল বলে সন্দেহ করছেন তারা।

মাদ্রাসার অধ্যক্ষ ড. মোখলেসুর রহমান এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

-জেড