| |
               

মূল পাতা প্রবাস করোনার নতুন ধরন : সৌদির পর বিমানের মাস্কাটগামী ফ্লাইটও বাতিল


করোনার নতুন ধরন : সৌদির পর বিমানের মাস্কাটগামী ফ্লাইটও বাতিল


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     22 December, 2020     02:10 PM    


যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় দেশগুলো আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করছে। এর জেরে সৌদির জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট বাতিলের পর এবার ওমানের মাস্কাটগামী সব ফ্লাইটও বাতিল করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ সকালে চট্টগ্রাম থেকে ৬৩ জন যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইটের মাস্কট যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

তাহেরা খন্দকার বলেন, ‘বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদেরকে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।’