| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি করোনা নিয়ন্ত্রণে আছে বলেই পদ্মা সেতু সমাপ্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী


করোনা নিয়ন্ত্রণে আছে বলেই পদ্মা সেতু সমাপ্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী


রহমত টোয়েন্টিফোর ডটকম     17 December, 2020     09:09 PM    


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণ করে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই পদ্মা সেতু সমাপ্ত হচ্ছে। 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকালে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, 'বিশ্ব খাদ্য সংস্থা আশঙ্কা করছে, এই করোনায় সামনের বছরে বিশ্বে ২ শত কোটি মানুষ খাবারের অভাবে পড়তে পারে। কিন্তু বাংলাদেশে ইনশাআল্লাহ খাবারের অভাবে পড়বে না।'

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু প্রমুখ।