| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব দুই বছর দুই মাস পায়ে হেটে আফ্রিকা থেকে আল আকসায় গেলেন এক যুবক


দুই বছর দুই মাস পায়ে হেটে আফ্রিকা থেকে আল আকসায় গেলেন এক যুবক


মুসলিম বিশ্ব ডেস্ক     28 November, 2020     08:54 PM    


দক্ষিণ আফ্রিকা থেকে পায়ে হেটে ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে অবস্থিত পবিত্র মসজিদ আল আকসায় পৌঁছেছেন এক যুবক।

দুই বছর দুমাস পায়ে হেটে সম্প্রতি জেরুজালেম এসে পৌঁছান শহীদ বিন ইউসুফ স্টাকালা নামে ওই যুবক।

এ খবর দিয়েছে প্যালেস্টাইল ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট।

তিনি যেসব দেশ হেঁটে পাড়ি দিয়েছেন, সেগুলো হলো- জিম্বাবুয়ে, তানজানিয়া, জাম্বিয়া, কেনিয়া, ইথিওপিয়া, সুদান, মিসর, গাজা ও জর্দান। 

গত বৃহস্পতিবার রামাল্লায় পৌঁছালে তাকে অভিনন্দন জানান ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মদ ইশতিয়াহ।

তাকালাকে শুভেচ্ছা জানিয়ে ইশতিয়াহ বলেন, ‘ফিলিস্তিন ও জেরুজালেম নগরে আপনার উপস্থিতি দক্ষিণ আফ্রিকা ও ফিলিস্তিনের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করবে। ফিলিস্তিনিদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। দখলদারিত্বের অবসানের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠিত হলে আমরা আপনাকে বিমান পথে আসার আমন্ত্রণ জানাব।’

শহীদ বিন ইউসুফ বলেন, “মুসমানদের প্রথম কেবলা ও তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসায় নামাজ পড়তে আমি ২০১৮ সালে কেপটাউন থেকে হাটা শুরু করি। অবশেষে এ বছরের নভেম্বরে জেরুজালেম এসে পৌঁছাতে পেরে আমি অনেক খুশি।”