| |
               

মূল পাতা সারাদেশ জেলা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৯


রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৯


মফস্বল ডেস্ক     19 June, 2024     01:20 PM    


কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৯ জন নিহত হয়েছেন।

বুধবার (১৯ জুন) ভোরে পৃথক তিনটি স্থানে পাহাড়ধসের ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- রোহিঙ্গা মো. হারেস (২), মোছা. ফুতুনি (৩৪), মো. কালাম, মোছা. সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, মো. হোসেন আহমদ (৩০), তার স্ত্রী আনোয়ারা বেগম ও স্থানীয় শিশু আবদুল করিম (১২)।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন-৮ এর অধিনায়ক আমির জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, ৮ ও ৯ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত নয় জনের লাশ উদ্ধার হয়েছে।

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কক্সবাজার উখিয়া