| |
               

মূল পাতা জাতীয় বিহারে ৪৮ ঘণ্টায় তাপপ্রবাহে প্রাণ গেলো ১৮ জনের


বিহারে ৪৮ ঘণ্টায় তাপপ্রবাহে প্রাণ গেলো ১৮ জনের


আন্তর্জাতিক ডেস্ক     01 June, 2024     02:00 PM    


ভারতের বিহারে গত ৪৮ ঘণ্টায় গরমে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন। তাদের মধ্যে ১০ জন ভোটকর্মী রয়েছেন। শুক্রবার স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায়।

রাজ্যের আপৎকালীন বিভাগ জানিয়েছে, গরমে মৃতদের মধ্যে ১১ জন রোহতাস জেলার, ছয় জন ভোজপুর জেলার ও এক জন বক্সারের।

বিহারের প্রশাসন সূত্রে জানা গেছে, তাপপ্রবাহে ভোজপুরে পাঁচ জন, রোহতাসে তিন জন এবং কায়মুর ও অওরঙ্গাবাদে এক জন করে ভোটকর্মীর মৃত্যু হয়েছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সরকার মৃত ভোটকর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বিহার জুড়ে তাপপ্রবাহের ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার বেশ কয়েকটি জায়গায় দিনের তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। বক্সারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৭.১ ডিগ্রি সেলসিয়াস।

বিহার সরকার বুধবার (৮ জুন) পর্যন্ত সকল বেসরকারি ও সরকারি স্কুল, কোচিং ইনস্টিটিউট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।