| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের আত্মপ্রকাশ


ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের আত্মপ্রকাশ


এ বি সিদ্দীক     24 May, 2024     06:00 PM    


দেশের সংগ্রামী ও সংস্কারক আকাবির-আসলাফদের চিন্তা চেতনা ও কর্মপদ্ধতি ধারণ করে কোরআন ও সুন্নাহর বিধি-বিধান বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ নামে নতুন একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে।

আজ (২৪ মে) শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে চিন্তাশীল, উদ্যমী ও আগ্রহী একঝাক ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে এ সংগঠনের আত্মপ্রকাশ হয়।

দেশের বরেণ্য আলেমেদ্বীন মুফতী সাখাওয়াত হুসাইন রাজীর দিকনির্দেশনা ও পরামর্শক্রমে এবং যুগসচেতন ও উম্মাহ দরদী ফিকরী আলেমদের পরামর্শ নিয়ে  পূর্ণাঙ্গ দ্বীনের তা'লীম, তারবিয়াত ও দাওয়াহ- মূলত এই তিনটি কর্মসূচি নিয়ে এই ছাত্র সংগঠন কাজ করে যাবে বলে জানা গেছে।

সংগঠনের কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং তন্মধ্য হতে ১০ জনের একটি আহ্বায়ক প্যানেল গঠন করা হয়। 

আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্যানেলের সদস্যরা হলেন-মোঃ রকিবুল হাসান রিয়াদ, মোঃ শেখ শাব্বির আহমদ , জুবায়ের আহমাদ আইয়ূবী, মোঃ শরীফ সাদী, তাওসীফ আহমদ, নূর হুসাইন, জহির বিন মুসলিম, আব্দুল ওয়াহেদ, আব্দুল হাকিম ও ফারহান আহমদ।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন- মোঃ রকিবুল হাসান রিয়াদ, মোঃ শেখ শাব্বির আহমদ , জুবায়ের আহমাদ আইয়ূবী, মোঃজোবায়ের আহমদ, মোঃ শরীফ সাদি, তাওসীফ আহমদ , নূর হুসাইন , আব্দুল ওয়াহেদ , আব্দুল হাকিম, ফারহান আহমদ, কুদরতে এলাহী, জাহিদ হাসান, আল আমিন , যায়েদ হোসেন রাজী, রাকিবুল হাসান, গোলাম কিবরিয়া , জাকির হোসেন, আদনান, হাফিজুর রহমান , আব্দুর রহমান , রকিবুল হাসান, আবু বকর , আশিক মাদানী, মুহিবুল্লাহ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদুল্লাহ, আহমদ মায়মুন , হামদান, মাসুদুর রহমান, ইমরান হোসাইন, নাঈম আহমদ, আবু রায়হান, আলিমুদ্দিন, ইব্রাহীম শেখ, ঈমাম হাসান, আবু মুসা, শহিদুল ইসলাম , মাহবুবুর রহমান, আব্দুল কাদের, আহমাদুল্লাহ, আশরাফুল ইসলাম, আবু বকর, আব্দুল আজিজ, আব্দুল্লাহ হাসান, মাহাদী হাসান, যায়েদ হোসেন, আসাদুল্লাহ, ফয়জুল্লাহ, শোয়াইব হাসান, মাহমুদ হোসাইন, মুনাদ হাসান, আব্দুল আজিজ , নাজমুস সাকিব, ইমদাদুর রহমান, ইব্রাহিম খলিল, নাফিস হোসাইন , মাহাদি হাসান, মুনাইম হোসেন, আহসানুল্লাহ, আমির হামজা , মোশারফ হোসেন , জুনায়েদ হোসেন আবির, মাসুম বিল্লাহ, মাহমুদউল্লাহ , আশরাফুল ইসলাম , রাইসুল ইসলাম, মুহিব্বুল্লাহ, সা'দ হোসাইন, ইসমাইল , সিয়াম, ইব্রাহিম, সাকিব , হাবিবুর রহমান , মিনহাজুল ইসলাম, মাহবুব, জাকারিয়া , ওয়ালি উল্লাহ , তরিকুল ইসলাম, কাউছার , আবদুর রহমান, আশিকুর রহমান , আব্দুল্লাহ, সামিউর রহমান, গাজী সালাউদ্দীন, সালমান রহমান, ওবায়দুর রহমান, জহিরুল ইসলাম, ইকবাল হোসেন, আনওয়ার হোসেন, জাহিদ হাসান, আব্দুল ওয়াহিদ, শামিম হোসাইন, মুনির মাহমুদ , নুর হোসাইন , আব্দুল কাদের, সালামান হো,সাইন, ইমরান কাজি রবিউল ইসলাম ও মাহমুদ মোল্লা।