| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মঈন খান


গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মঈন খান


রহমত নিউজ     04 May, 2024     01:56 PM    


দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।  

আজ শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ওলামা দলের নতুন কমিটির নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির এই নেতা। এ সময় দলের প্রতিষ্ঠাতার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।

 ড. মঈন খান অভিযোগ করে বলেন, ‘সরকার পাঠ্যবই থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করছে। সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ, মানুষের মানবাধিকার, ভোটের অধিকার নেই। ’ 

মঈন খান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাইলে, নতুন করে গড়ে তুলতে চাইলে দেশে অবশ্যই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। জনগণের আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো: আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, তথ্য ও গবেষণা সম্পাদক জেড রিয়াজ উদ্দিন খান নসু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, ওলামা দলের নতুন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মো: সেলিম রেজা, সদস্যসচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো: আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা ক্বারী গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মাওলানা মো: দেলোয়ার হোসেইনসহ সাবেক কমিটির শতাধিক নেতাকর্মী।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।