| |
               

মূল পাতা সারাদেশ বহুতল ভবনের চিপা থেকে চোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস


বহুতল ভবনের চিপা থেকে চোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস


মফস্বল ডেস্ক     16 March, 2024     04:42 PM    


বহুতল ভবনে চুরি করতে গিয়ে বাড়ির মালিক দেখে ফেলায় ভয়ে পালাতে গিয়ে দুটি বহুতল ভবনের সরু গলিতে আটকা পড়ে চোর। পরে বাড়ির মালিক ৯৯৯ কল করলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ওই চোরকে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে।

শুক্রবার (১৫ মার্চ) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার সিরাজী সড়কে এ ঘটনা ঘটে। আটক চোর সম্রাট শহরের রেলওয়ে কলোনীর বাসিন্দা।

বাড়ির মালিক মুসফিকুর রহমান সুজন জানান, পাঁচতলা ভবনের পাইপ বেয়ে চোর মাঝে-মধ্যেই বিভিন্ন তলা থেকে চুরি করত। জানালা দিয়ে মোবাইল ফোন, মানিব্যাগ ও গহনাসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যেত। একইভাবে শুক্রবার সকালে চুরি আসে চোর। চোরের উপস্থিতি টের পেয়ে চোর চোর বলে চিৎকার করলে দৌড়ে পালানোর চেষ্টা করার সময় চোর দুটি ভবনের সরু গলিতে আটকা পড়ে যায়। কিন্তু কোনোভাবেই সে বের হতে পারছিল না। আমরা নিজেরাও চেষ্টা করে বের করতে পারিনি। পরে ৯৯৯ ফোন করে বিষয়টি জানানো হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এসে আধা ঘণ্টার চেষ্টার পর চোরকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজ রহমান জানান, ভবনে আটকে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি দুই ভবনের মাঝের গলি প্রায় ১ ফিটের মতো। এর মধ্যে চোর আটকা পড়ে আছে। সরু হওয়ায় আমাদের উদ্ধার কাজেও কিছুটা বেগ পেতে হয়েছে। তবে আধা ঘণ্টার চেষ্টায় আমরা চোরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধারের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ভবনের গলিতে আটকে পড়া চোরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে। ওই চোরের নাম সম্রাট। তার বাসা শহরের রেল কলোনী এলাকায়। সে একজন পেশাদার চোর। দীর্ঘ দিন ধরেই সে শহরের বিভিন্ন এলাকায় চুরি করে আসছে। এছাড়াও সম্রাট একজন চিহ্নিত মাদকসেবী। তার নামে থানায় একাধক চুরির মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর