| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইউরোপ পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া : পুতিন


পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া : পুতিন


রহমত নিউজ     13 March, 2024     08:02 PM    


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত। তবে তিনি খুব দ্রুত এমন আশঙ্কার কারণ দেখছেন না।

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রোসিয়া ওয়ানের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া বা ইউক্রেনের ভূখণ্ডে সৈন্য মোতায়েন করলে সেই পদক্ষেপকে যে হস্তক্ষেপ হিসেবে গণ্য করা হবে, সে বিষয়ে মার্কিন প্রশাসন সচেতন। পুটিন বলেন, ব্যবহারের জন্যই অস্ত্রের অস্তিত্ব রয়েছে।

তবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে স্বঘোষিত ‘বিশেষ সামরিক অভিযান'-এর আওতায় রাশিয়া কখনো পরমাণু অস্ত্র প্রয়োগের কথা ভাবেনি বলে তিনি দাবি করেন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সংকট নিয়ে শান্তি আলোচনা করতে প্রস্তুত। তবে বাস্তবতার ভিত্তিতে সেই সংলাপ চালাতে হবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান দল ৬,০০০ কোটি ডলার অংকের সামরিক সহায়তার প্যাকেজ আটকে রাখার ফলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন বড় সমস্যায় পড়েছে। বিশেষ করে গোলাবারুদ ফুরিয়ে আসায় রাশিয়ার হানাদার বাহিনীর মোকাবিলা করা কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে অসহায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশেষে সামান্য হলেও কিছু সহায়তা পাঠাতে পারছেন।

মঙ্গলবার তিনি বলেন, আপাতত ৩০ কোটি ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র, কামানের গোলা ও বন্দুকের গুলি ইউক্রেনে পাঠানো হবে। বাইডেন স্বীকার করেন, যে সেই সহায়তা মোটেই যথেষ্ট নয়। কয়েক সপ্তাহের মধ্যেই সেই গোলাবারুদ শেষ হয়ে যাবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্যান্য ক্রয়ের ক্ষেত্রে সাশ্রয় করা অর্থ দিয়ে গত ডিসেম্বর মাসের পর ইউক্রেনের জন্য প্রথম মার্কিন সহায়তা সম্ভব হচ্ছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রধান উইলিয়াম বার্নস মার্কিন কংগ্রেসকে বলেন, ইউক্রেন সাহস ও অটল প্রত্যয় হারিয়ে ফেলছে। তাদের গোলাবারুদ ফুরিয়ে আসছে। আমেরিকার হাতে সে দেশকে সহায়তার সময়ও কমে চলেছে। এমন নিষ্ক্রিয়তার বড় মূল্য আমেরিকাকে চোকাতে হবে বলে তিনি সতর্ক করে দেন।