| |
               

মূল পাতা আন্তর্জাতিক এশিয়া জাতিসংঘের যৌন সহিংসতার অভিযোগ প্রত্যাখ্যান হামাসের


ফাইল ছবি

জাতিসংঘের যৌন সহিংসতার অভিযোগ প্রত্যাখ্যান হামাসের


রহমত নিউজ     06 March, 2024     09:34 PM    


হামাস গত ৭ অক্টোবরে হামলার পাশাপাশি যৌন সহিংসতাও চালিয়েছিল বলে অভিযোগ করেছে জাতিসঙ্ঘ। তাদের এই দাবি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।

মঙ্গলবার (৫ মার্চ) তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসঙ্ঘের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেন সোমবার বলেছেন, হামাসের আক্রমণের সময় ধর্ষণ এবং গণধর্ষণসহ যৌন সহিংসতার অনেক যুক্তিসঙ্গত কারণ’ রয়েছে। তার এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে হামাস।

তারা এক বিবৃতিতে বলেছে, ‘ফিলিস্তিনি নারী ও মেয়েদের বিরুদ্ধে ইসরাইলি দখলদার বাহিনীর ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন ঢাকতে এই মিথ্যা অভিযোগ করা হয়েছে। এ ধরণের অভিযোগ ’বন্দী অবস্থা থেকে মুক্তি পাওয়া ইসরাইলিদের সাক্ষ্যের সাথে স্পষ্টতবিরোধী।’

তারা আরো বলেছে, ’এই মিথ্যা অভিযোগ গাজা উপত্যকায় ইসরাইলি অপরাধের কদর্যতা এবং ভয়াবহতা মুছে ফেলতে সফল হবে না।’

গত মাসে জাতিসঙ্ঘের বিশেষজ্ঞরা গাজা উপত্যকা এবং পশ্চিমতীরে ফিলিস্তিনি নারী ও মেয়েদের ক্রমাগত সম্মুখীন হওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ’বিশ্বাসযোগ্য অভিযোগ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর