| |
               

মূল পাতা আন্তর্জাতিক এশিয়া রাফাহ শহরের মানুষ ‘ক্ষুধার্ত-আতঙ্কিত’:জাতিসংঘ


সংগৃহীত

রাফাহ শহরের মানুষ ‘ক্ষুধার্ত-আতঙ্কিত’:জাতিসংঘ


রহমত নিউজ     17 February, 2024     02:19 PM    


জাতিসঙ্ঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) বলেছে, রাফাহ শহরের মানুষদের গুরুতরভাবে খাদ্যের প্রয়োজন।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওসিএইচএ বলেছে যে- দক্ষিণ গাজার উপচে পড়া শহর রাফায় বিরাজ করছে ‘আতঙ্কজনক মানবিক সঙ্কট, হতাশা আর ক্ষুধার তীব্রতা’।

ওসিএইচএ যোগ করেছে, গাজায় ‘সম্পূর্ণ জনসংখ্যার পুষ্টির প্রয়োজনীয়তা পূরণ নিশ্চিত করার জন্য আরো ডেলিভারি ট্রাকের জরুরিভাবে প্রবেশের প্রয়োজন রয়েছে।

ওসিএইচএ আরো জানায়, জরুরি সাহায্য শুধু রাফাহ ও কারেম শালোম (কারেম আবু সালেম) ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করতে পারে। এর অর্থ হলো মধ্য এবং উত্তর গাজায় খাদ্য সরবরাহ প্রথমে রাফাহ দিয়ে যেতে হবে।

এদিকে, ইসরাইলি কর্তৃপক্ষ আশদোদ বন্দরে গাজা উপত্যকার জন্য সরবরাহকৃত আটার একটি বড় চালান আটকে দিয়েছে।
সূত্র : আল-জাজিরা