| |
               

মূল পাতা ইসলাম প্রতিদিন ৩০ টন সুগন্ধি ব্যবহৃত হয় মসজিদে নববীতে


প্রতিদিন ৩০ টন সুগন্ধি ব্যবহৃত হয় মসজিদে নববীতে


রহমত নিউজ     08 January, 2024     10:53 AM    


মদিনার পবিত্র মসজিদে নববীতে প্রতিদিন ৩০ টন (৩০ হাজার লিটার) সুগন্ধি ব্যবহার করা হয়। এছাড়া মসজিদের ভেতরের কার্পেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন জীবাণুনাশক পদার্থ ব্যবহার করা হয় ১১৫ টন। খবর গালফ নিউজের

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ পরিচালনা কর্তৃপক্ষের উপপ্রধান ফাওজি আল হুজাইলি এসব তথ্য জানিয়েছেন।

সৌদি আরবের টিভি চ্যানেল আল এখবারিয়াকে ফাওজি আল হুজাইলি বলেছেন, ‘প্রতিদিন মসজিদে নববীতে যে পরিমাণ সুগন্ধি ব্যবহার করা হয় সেটি ৩০ টনে পৌঁছেছে। মসজিদের কার্পেট পরিষ্কারের জন্য ১১৫ টন ও মেঝে পরিষ্কারের জন্য ১১০ টন জীবাণুনাশক ব্যবহার করা হয়।’

খুব দক্ষ কর্মীদের দ্বারা যন্ত্রের মাধ্যেম এসব কাজ করা হয়ে থাকে বলেও জানান তিনি। 

সাধারণত মক্কায় উমরাহ হজ্ব পালন শেষে মুসল্লিরা মদিনার মসজিদে নববীতে যান। এছাড়া অনেকে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারক জিয়ারতে যান।