| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল নির্বাচনের নামে আওয়ামী প্রীতি ম্যাচ বন্ধ করতে হবে: মাওলানা ইউনুছ


নির্বাচনের নামে আওয়ামী প্রীতি ম্যাচ বন্ধ করতে হবে: মাওলানা ইউনুছ


রহমত নিউজ     25 December, 2023     08:55 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচনের নামে আওয়ামী প্রীতি ম্যাচ বন্ধ করতে হবে। নির্বাচনের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কোনো প্রকার প্রহসন দেশবাসি বরদাশত করবে না। সভা সমাবেশ নিষিদ্ধ করে জনগণকে দাবিয়ে রাখা যাবে না। দেশব্যাপী বিরোধী দল ও মতের গণজাগরণ শুরু হয়েছে। এ গণজাগরণের বিস্ফোরণ ঘটার পূর্বেই সরকারের শুভবুদ্ধির উদয় কামনা করছি। অবিলম্বে সংসদ ভেঙে দিতে হবে এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগের অধীনে ৭ জানুয়ারি কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।

আজ (২৫ ডিসেম্বর) সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ উপদেষ্টা পরিষদের সাথে কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সংগঠনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি ইমাদুদ্দীন, মুফতি আনওয়ার হোসাইন, আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম, আলহাজ ফজলুল হক মৃধা, মাওলানা কামাল হোসাইন,  এম এইচ মোস্তফা, মুফতি জিয়াউল আশরাফ, মুফতি আবদুল আহাদ, মুফতি আকতার হোসাইন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্য প্রিন্সিপাল ইউনুছ আহমাদ আরও বলেন, একতরফা পাতানো নির্বাচন হলে দেশ ভয়াবহ সংকট দেখা দেবে। দেশের শিল্প-কল-কারখানা বন্ধ হয়ে যাবে। লাখো গার্মেন্টস শ্রমিক কর্ম হারিয়ে ফেলবে। দেশের অর্থনীতির ওপর স্যাংশন আসবে। দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। 

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, মাফিয়া সরকারের দেশে একদলীয় বাকশাল কায়েমের স্বপ্ন পূরণ হবে না। ৭ তারিখের নির্বাচন জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ।