| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ২২ ফেব্রুয়ারী দাওরায়ে হাদীসের পরীক্ষা শুরু, ফি ১৪০০ টাকা


২২ ফেব্রুয়ারী দাওরায়ে হাদীসের পরীক্ষা শুরু, ফি ১৪০০ টাকা


জামিল আহমদ     16 November, 2023     08:00 PM    


আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীন সকল বোর্ডভুক্ত দাওরায়ে হাদীস (তাকমীল) মাদরাসাসমূহের কর্তৃপক্ষ ও দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধিত নিয়মিত ও অনিয়মিতদের (যেমনী [রেফার্ড], মানোন্নয়ন, অন্যান্য) পরীক্ষা আগামী ১১ শাবান ১৪৪৫ হিজরী মোতাবেক ২২ ফেব্রুয়ারী ২০২৪ ঈসাব্দ রোজ বৃহস্পতিবার আরম্ভ হয়ে ধারাবাহিকভাবে সম্পন্ন হবে। (ইংরেজি  তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে)। 

বুধবার (১৫ নভেম্বর) বিকালে হাইআতুল উলইয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ঈসমাইল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফি’র হার—
স্বাভাবিক সময় (২৫ জুমাদাল উলা পর্যন্ত) 
নিয়মিত ১,৪০০/-। অনিয়মিত  (যেমনী, মানোন্নয়ন, অন্যান্য) ১,৭০০/-।
বিলম্বিত সময় (১০ জুমাদাল উখরা পর্যন্ত)
নিয়মিত ১,৬০০/- । অনিয়মিত  (যেমনী, মানোন্নয়ন, অন্যান্য) ১,৯০০/-।

১৪৪৫ হিজরীর পরীক্ষার ফি অনলাইনে আল-হাইআতুল উলইয়ার সফটওয়্যারের মাধ্যমে প্রদান করতে হবে। সাধারণ সময় ৩ জুমাদাল উলা থেকে ২৫ জুমাদাল উলা ১৪৪৫ হিজরী মোতাবেক ১৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর  ২০২৩ ঈসাব্দ এবং বিলম্বিত সময় ২৬ জুমাদাল উলা থেকে ১০ জুমাদাল উখরা ১৪৪৫ হিজরী মোতাবেক  ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ২০২৩ ঈসাব্দ পর্যন্ত। 

পরীক্ষার ফি অনলাইনে জমা দেয়ার পদ্ধতি—
১. পরীক্ষা সংক্রান্ত’ মেনু থেকে ‘অন্তর্ভুক্তি তালিকা’য় ক্লিক করুন।
২. আপনার মাদরাসায় নিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা দেখাবে।
৩.সকল শিক্ষার্থীর ফি একসাথে প্রদান করতে চাইলে ওয়েবপেইজের উপরে ডানদিকে ‘সকল পরীক্ষার্থীর  পেমেন্ট’ বাটনে ক্লিক করুন; অথবা 
৪. নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর ফি প্রদান করতে চাইলে ‘পরীক্ষার্থী অন্তর্ভুক্তি তালিকা’য় তাদের নামের পাশে বর্গাকৃতির বক্সে টিকচিহ্ন দিয়ে উপরে চলে আসুন এবং ‘প্রয়োগ’ বাটনে ক্লিক করুন। 
৫. পরবর্তী পৃষ্ঠায় পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখাবে। 
৬. নগদ ও ইসলামী ব্যাংক (অনলাইন ব্যাংকিং) এর যেকোন একটি সিলেক্ট করে পেমেন্ট সম্পন্ন করুন।
সুন্দর ও সুষ্ঠু পরীক্ষানুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা আমাদের পাথেয় ও একান্ত কাম্য।