| |
               

মূল পাতা রাজনীতি বাম দল সমঝোতার পূর্বে নির্বাচনের তারিখ ঘোষণা না করার আহ্বান বাংলাদেশ জাসদের


সমঝোতার পূর্বে নির্বাচনের তারিখ ঘোষণা না করার আহ্বান বাংলাদেশ জাসদের


রহমত নিউজ ডেস্ক     12 November, 2023     03:17 PM    


বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল – বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির এক সভা ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়েছে। দলের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে  সভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কার্যকরী সভাপতি জনাব ইন্দু নন্দন দত্ত, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সর্বজনাব মুশতাক হোসেন, হেমায়েতুল্লাহ হিরু, শহীদুল ইসলাম মীরণ, এটিএম মহব্বত আলী, রফিকুল ইসলাম খোকন, নূরুল আলম মন্টু, করিম সিকদার, মঞ্জুর আহমেদ, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নওয়াব প্রমুখ। আজ দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা, দলের ভূমিকা প্রভৃতি প্রসঙ্গ আলোচিত হয়। সভা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, বাংলাদেশ জাসদ সহ অধিকাংশ রাজনৈতিক দলের পুনঃপুনঃ আহ্বানকে উপেক্ষা করে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হবার পূর্বেই নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে যাচ্ছে। ক্ষমতাসীন সরকারের অহমিকা, ক্ষমতালিপ্সা ও একগুঁয়েমির কারণে আজ রাজনৈতিক অচলাবস্থা ও দেশব্যাপী জনজীবনের নিরাপত্তাহীনতা তৈরী হয়েছে। গায়ের জোরে নির্বাচনী প্রহসন ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচনের পুনরাবৃত্তির আশংকা তৈরী করেছে। গণতন্ত্রের প্রাণশক্তিকে গলা টিপে ধরে দেশের আর্থ-সামাজিক অবস্থার গুরুতর অবনতি ও জাতীয় সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়া হচ্ছে। বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেফতার করে, মামলা দিয়ে  রাজনৈতিক সঙ্কট সমাধানে আলাপ আলোচনার পথটিও সরকার বন্ধ করে দিচ্ছে। আমরা এই সভা থেকে অবিলম্বে বিরোধী রাজনীতিকদের গন গ্রেফতারের নিন্দা জানাচ্ছি এবং তাদের মুক্তি দাবি করছি।  আমরা সরকারকে আবারো আহ্বান জানাচ্ছি – দমন-গ্রেপ্তার-মামলা-হামলার পথ পরিহার করে আলোচনার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান – রাজনৈতিক সমঝোতার জন্য ইতিবাচক ভূমিকা রাখুন এবং সেটা না হওয়া পর্যন্ত জোর করে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশের রাজনৈতিক সংকটকে আরো গভীর করে তুলবেন না।