| |
               

মূল পাতা সারাদেশ জেলা একজন নেতাকর্মী বেঁচে থাকতে তত্ত্বাবধায়ক আসবে না : সমাজকল্যাণমন্ত্রী


একজন নেতাকর্মী বেঁচে থাকতে তত্ত্বাবধায়ক আসবে না : সমাজকল্যাণমন্ত্রী


রহমত নিউজ     21 August, 2023     09:33 AM    


সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, যারা আমাদের স্বাধীনতাকে মেনে নেয়নি, হায়নার দল কাপুরুষের মতো স্বাধীনতার ইতিহাস বঙ্গবন্ধুকে হত্যা করেছে, কিছুদিনের জন্য সফল হলেও, বাস্তবে তারা সফল হয়নি। আর্নেস্ট হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’র মতো বলতে হয়, ‘আ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড’। একজন মানুষকে পরাজিত করা যায় কিন্তু ধ্বংস করা যায় না। একজন নেতাকর্মী বেঁচে থাকতে তত্ত্বাবধায়ক সরকার আসবে না। তারেক লন্ডনে বসে তার বাবার মতো মিথ্যাচার করছে। বিএনপি-জামায়াতকে বলতে চাই, আপনাদের যদি জনপ্রিয়তা থাকে, তাহলে নির্বাচনে আসুন। ২০০১ সালে আমাদের নেত্রী ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন, আপনারা কোনও দিনও দিতেন না। আপনারা দেশ চালাতে ব্যর্থ হয়েছিলেন।

রবিাবর (২০ আগস্ট) রাত ১১টায় আদিতমারী আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৮তম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিল ও শোকসভায় তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিননিধি মিজানুর রহমান, আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী।  কালীগঞ্জ, আদিতমারীসহ লালমনিরহাটের কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। এরপর রাত ১২টার দিকে শোকসভাটি শেষ হয়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর লালমনিরহাট আদিতমারী