| |
               

মূল পাতা রাজনীতি বাম দল সরকারের পদত্যাগ দাবিতে সারাদেশে বিক্ষোভ করবে বাসদ


সরকারের পদত্যাগ দাবিতে সারাদেশে বিক্ষোভ করবে বাসদ


রহমত নিউজ ডেস্ক     10 July, 2023     07:42 PM    


বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৩ বাতিলসহ বিভিন্ন দাবিতে আগামী ২৯ জুলাই দেশব্যাপী বিক্ষোভ দিবস ডেকেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

রবিবার (৯ জুলাই) ও সোমবার (১০ জুলাই) দুদিনব্যাপী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর সেগুনবাগিচার ভ্যানগার্ড মিলনায়তনে (৫ম তলায়) সভাটি অনুষ্ঠিত হয়। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পার্টির উপদেষ্টা খালেকুজ্জামান।

সভায় ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জ্বালানি খাতে দুর্নীতি-লুটপাট-দুঃশাসন বন্ধ, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে ২০ জুলাই থেকে মাসব্যাপী জেলায় জেলায় কর্মিসভা, সমাবেশ, মিছিল কর্মসূচি দিয়েছে বাসদ। এছাড়া সভায় আগামী ৭ নভেম্বর ৪৩তম পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশব্যাপী জনসভা, সমাবেশ, লাল পতাকা মিছিলসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।

বাসদের নেতারা মনে করেন, ‘বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। বিরোধী মত-পথকে দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন জারি করেছে। নির্বাচন কমিশন, দুদকসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।’