| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল অনিশ্চয়তার দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ: জমিয়ত


অনিশ্চয়তার দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ: জমিয়ত


রহমত নিউজ     21 June, 2023     07:46 PM    


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হয় বাংলাদেশ এক অনিশ্চয়তার দিকে অগ্রসর হচ্ছে। এমন অনিশ্চিত গন্তব্য করো জন্যই কল্যাণকর নয় বলে আমরা মনে করি।

বুধবার (২১ জুন) পল্টনস্থ দলীয় কার্যালয়ে দলের বিশেষ কমিটির বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ এ সব কথা বলেন। জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী প্রমূখ। 

জমিয়ত নেতৃবৃন্দ আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু  ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। স্বাভাবিক কারণে আমরা সরকারকে এ ব্যাপরে আন্তরিক হওয়ার আহবান জানাচ্ছি।

জমিয়ত নেতৃবৃন্দ আসন্ন ঈদুল-আযহায় গরীব ও অসহায় মানুষের কথা বিবেচনা করে কুরবানীর পশুর চামড়ার ন্যয্য মূল্য নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও জোর দাবী জানান।