| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল নির্দলীয় নিরপক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: জমিয়ত


নির্দলীয় নিরপক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: জমিয়ত


রহমত নিউজ     15 June, 2023     09:31 PM    


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন  সাম্প্রতিক বরিশালসহ বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচন ও অন্যান্য স্থানীয় নির্বাচন প্রমাণ করেছে যে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠ ও স্বাভাবিক হতে পারেনা। সুতরাং জণগণের ভোটার রাধিকার নিশ্চিত করতে ও জণগণের সরকার প্রতিষ্ঠা করতে নির্দলীয় নিরপক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। অতীতের মতো নির্বাচনের নামে প্রহসন এ দেশের জণগণ কোন ভাবেই মেনে নেবেনা।

বৃহস্পতিবার (১৫ জুন) ফরিদপুর জেলা জমিয়তের কর্মী সম্মেলনে জমিয়ত নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জেলা সভাপতি মাওলানা কামরুজ্জামান সাহেবের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেনের সঞ্চালনায় ফরিদপুর শহরে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, প্রধান হিসে বক্তব্য দেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া ফরিদপুরের সভাপতি শায়খুল হাদীস মুফতি হেলান উদ্দীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রেদওয়ান মাজহারী। ফরিদপুর জেলা সহসভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন,মাওরানা আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কায়ুম,মাওলানা আব্দুল মতিন  মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা মনসুর আহমদ প্রমুখ।