| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত ফৌজদারি মামলা করতে পারবে বিজিবি


ফৌজদারি মামলা করতে পারবে বিজিবি


রহমত নিউজ     24 May, 2023     01:03 PM    


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ফৌজদারি মামলা দায়েরের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট।

বুধবার (২৪ মে) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ প্রত্যাহার করেন। এর ফলে বিজিবি এখন থেকে মামলা করতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। তবে বিজিবির মামলা দায়েরের এখতিয়ার নিয়ে জারি করা রুল বহাল রাখা হয়েছে।

এর আগে, ২০২২ সালে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করে বিজিবি। এ ঘটনায় বাহিনীটির পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে আসামি পক্ষ। পরে শুনানি নিয়ে গত মঙ্গলবার (২৩ মে) বিজিবি কর্তৃক ফৌজদারি মামলা দায়েরের ওপর স্থগিতাদেশ দেন আদালত। একই সঙ্গে মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়। আগামী ১৪ জুন এই রুলের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।