| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই : আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী


অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই : আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী


রহমত নিউজ     24 May, 2023     07:17 PM    


অংশগ্রহণমূলক, সুষ্ঠু  ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জোর দাবি জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা, ধারাবাহিক ও টেকসই উন্নয়নের পূর্বশর্ত। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার্থে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, সরকারের সকল স্তরে জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরী। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকার গঠনের কোন বিকল্প নেই। প্রয়োজনে সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

আজ (২৪ মে) বুধবার বিকাল তিনটায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিস আমেলার বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব হাজী জালালুদ্দিন বকুল, সহকারী মহাসচিব মাওলানা ফিরোজ আশরাফী, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, এডভোকেট লিটন চৌধূরী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা মাহবুবুর রহমান, ডা. নিয়ামত আলী ফকির, মুফাসসির হুসাইন, মুফতী এহতেশামুল হক কাসেমী উজানী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, মাওলানা রুহুল আমিন, মাওলানা খন্দকার মুশতাক আহমদ শরীয়তপূরী, মাওলানা জোনায়েদ আহমাদ কাটখালী, আফম আকরাম হোসাইন, মাওলানা সানাউল্লাহ ফিরোজ, হাফেজ আবুল কাসেম রায়পুরী প্রমুখ।

সভায় অব্যাহতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের ফলে জনগণের অবর্ণনীয় ভোগান্তিতে গভীর উদ্বেগ জানিয়ে আতাউল্লাহ হাফেজ্জী বলেন, আদা, পিঁয়াজ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রবমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছে। নতুন করে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। গরীব ও নিম্নমধ্যবিত্তরা তো বটেই মধ্যবিত্তদেরও এখন দৈনন্দিন খরচের বাজেট কমিয়ে আঁটসাঁটভাবে জীবন চালাতে হচ্ছে। লোডশেডিংএর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। দ্রব্যমূল্য ও লোডশেডিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ হাতে নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। সভায় খেলাফত আন্দোলন নেতা মুফতী ফখরুল ইসলামসহ কারাবন্দী সকল উলামায়ে কেরামের দ্রুত নি:শর্ত মুক্তির দাবি জানান তিনি।