| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত জামিনে মুক্তি পেলেন মুফতী হারুন ইযহার


জামিনে মুক্তি পেলেন মুফতী হারুন ইযহার


  22 May, 2023     10:36 PM    


জামিল আহমদ

জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মুফতী হারুন ইযহার।

আজ (২২ মে) সোমবার  চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। রহমত নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মুফতী হারুন ইযহারের ছোট ভাই মাওলানা মুসা বিন ইযহার।

এর আগে, ২০২১ সালের (২৯ এপ্রিল) বুধবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম লালখান মাদরাসা থেকে তাঁকে র‍্যাব সদস্যরা আটক করে নিয়ে যায়।