| |
               

মূল পাতা রাজনীতি বাম দল কর্নেল তাহেরের বিরুদ্ধে আনা অভিযোগ অযৌক্তিক : বাংলাদেশ জাসদ


কর্নেল তাহেরের বিরুদ্ধে আনা অভিযোগ অযৌক্তিক : বাংলাদেশ জাসদ


রহমত নিউজ ডেস্ক     14 May, 2023     09:47 PM    


মেজর জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল খন্দকার নাজমুল হুদা ও লেফটেন্যান্ট কর্নেল এ টি এম হায়দার হত্যার ঘটনায় দীর্ঘ ৪৮ বছর পর দায়ের মামলায় কর্নেল তাহেরকে আসামি করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছেন, তিন সামরিক কর্মকর্তা হত্যার ঘটনায় আবু তাহের বীরউত্তমের বিরুদ্ধে আনা অভিযোগ অযৌক্তিক ও অসংগত।  এই হত্যা মামলায় অপ্রাসঙ্গিকভাবে কর্নেল তাহেরকে হুকুমের আসামি করা হয়েছে।

আজ (১৪ মে) রবিবার এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

তাঁরা বলেন, ১৯৭৬ সালে জেনারেল জিয়ার গোপন ট্রাইব্যুনালে কর্নেল তাহেরসহ নেতাদের সাজা দেওয়া হয়। সে সময় ট্রাইব্যুনালে কর্নেল তাহের কিংবা বিপ্লবী সৈনিক সংস্থার কারও বিরুদ্ধে তিন সামরিক কর্মকর্তা হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে বলে প্রকাশিত রায়ে দেখা যায়নি।  ২০১১ সালে উচ্চ আদালতের রায়ে জিয়ার গোপন আদালতে আনা অভিযোগ ও শাস্তিসহ সব কার্যক্রম অবৈধ ঘোষণা করা হয়েছে। কর্নেল তাহেরের ফাঁসিসহ সব অভিযুক্তের শাস্তিকেও বেআইনি ঘোষণা করা হয়। এই রায়ের পর নাজমুল হুদার মেয়ের পক্ষ থেকে উল্লিখিত মামলা করা হলেও গণমাধ্যমে এটা যেভাবে পরিবেশিত হয়েছে, তাতে এটা মনে করা অমূলক নয় যে এর পেছনে ক্ষমতাসীন মহলের মদদ রয়েছে। দেশে বিরাজমান রাজনৈতিক অচলাবস্থা, অর্থনৈতিক দুরবস্থা, দুর্নীতি ও নৈরাজ্যে নিমজ্জিত সরকারের মানুষের দৃষ্টি ভিন্ন খাতে সরানোর জন্য এই মামলা সামনে আনার কৌশল হতে পারে। তা সত্ত্বেও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সব ধোঁয়াশা কেটে সত্য উদ্ঘাটন হোক, এটাই আমাদের কাম্য।