| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল 'রমযানের শিক্ষা ও তাৎপর্য বুকে ধারণ করে প্রতিটি মুমিনকে জীবন পাড়ি দিতে হবে'


'রমযানের শিক্ষা ও তাৎপর্য বুকে ধারণ করে প্রতিটি মুমিনকে জীবন পাড়ি দিতে হবে'


রহমত নিউজ     06 April, 2023     01:58 PM    


বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার শহর শাখার উদ্যোগে "আদর্শ সমাজবিনির্মাণে সিয়ামের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ রমাযান, ৫ এপ্রিল) শহরস্থ আল গণি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। শহর শাখার আমীর মাওলানা মোহাম্মদ খালেদ সাইফীর সভাপতিত্বে এ আয়োজনের শুরুতে কুরআন তিলাওয়াত করেন, ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সম্পাদক অলি উল্লাহ আরজু।

শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফীর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী। বিশেষ অতিথি ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাবিব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম সম্পাদক হাফেজ আমানুল হক আমান,  সাংগঠনিক সম্পাদক  মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, দাওয়াহ সম্পাদক মাওলানা এজাজুল করিম শফী, সাহিত্য- সাংস্কৃতিক সম্পাদক আলী আকবর চৌধুরী, রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক  মাওলানা ছৈয়দ নুর ফারুক, শুভানুধ্যায়ী আলহাজ্ব আব্দুল কাইয়ুম, ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী। 

এছাড়াও উপস্থিত ছিলেন, শহর শাখার নায়েবে আমীর হাফেজ মাওলানা সালেম, মাওলানা হাফেজ মোহাম্মদ শফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ মক্কী, মাওলানা মোহাম্মদ জুনাইদ, ছাত্রকল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলম, সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম, ইসলামী ছত্রসমাজ রামু উপজেলা সাধারণ সম্পাদক অলি উল্লাহ আরজু, ছাত্রনেতা তাওহীদুর রহমান প্রমুখ। 

এতে বক্তারা বলেন, পবিত্র রমযান কুরআন নাযিলের মাস, তাকওয়া অর্জনের মাস, ইবাদাতের মাস। এ মাসের  শিক্ষা ও তাৎপর্য বুকে ধারণ করে প্রতিটি মু'মিনকে জীবন পাড়ি দিতে হবে। অসহায়-বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে। আত্মনিয়োগ করতে হবে আদর্শ সমাজবিনির্মাণে। সর্বোপরী সিয়াম সাধনার এ মাসের শিক্ষাকে যথাযথ কাজে লাগিয়ে ইসলামী নেজাম প্রতিষ্ঠায় সকলের ঐক্যবদ্ধ  প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামীর মুনাজাতের মাধ্যমে এ পবিত্র  আয়োজন সম্পন্ন হয়।