| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত আমরা কেমন যেন অসহিষ্ণু হয়ে উঠছি : প্রধান বিচারপতি


আমরা কেমন যেন অসহিষ্ণু হয়ে উঠছি : প্রধান বিচারপতি


রহমত নিউজ ডেস্ক     25 March, 2023     04:12 AM    


রমযানের শিক্ষা কাজে লাগিয়ে সবাইকে সহনশীল ও সংযমী হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আজ ২৫ মার্চ। এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করে। সে সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইফতারের আগে দোয়া কবুলের সময়। আসুন আমরা মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি যেন আল্লাহ তায়ালা আমাদেরকে আরো সংযমী করেন এবং সহনশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ দেন। মাঝে মাঝে আমার কাছে মনে হয়, আমরা কেমন যেন অসহিষ্ণু হয়ে উঠছি।

শনিবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম-এলআরএফ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ফোরামের সভাপতি আশুতোষ সরকার ও সাধারণ সম্পাদক আহমেদ সারোয়ার হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির।

প্রধান বিচারপতি বলেন, আসুন আমরা মানবজাতির জন্য, দেশবাসীর জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা যেন আমাদের শান্তিতে রাখেন। যে সংকট সারাবিশ্বে শুরু হয়েছে আমাদের দেশেও এই সংকট হতে পারতো। সেই সংকট মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা সব সময় ইসলামের কথা বলি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বলি—এক সময় আমাদের সবাইকে পরকালের বিচারের মুখোমুখি হতে হবে। সেই বিচারের মুখোমুখি হয়ে আমরা কী জবাব দেবো? আসুন সেজন্য নিজেকে প্রস্তুত করি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়েছেন আসুন, আমরা সেই পথ অনুসরণ করার চেষ্টা করি। মহানবী  সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী ধরণের জীবনযাপন করেছেন, সেটি আমরা সকলে জানি। তার জীবনযাপনকে আমরা যদি আদর্শ মনে করি তাহলে দ্বিতীয়বার ভাবি আমাদের কীভাবে চলা উচিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে চলেছেন আমরা যদি ওইভাবে চলি তাহলে শেষ বিচারের দিন হিসাব-নিকাশ সহজে দিতে পারবো।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি মো. বোরহান উদ্দিন, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি খিজির হায়াত, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, সিনিয়র অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, অ্যাডভোকেট শাহ্ মঞ্জুরুল হক ফোরামের সাবেক সভাপতি এম. বদিউজ্জামান,সাঈদ আহমেদ খান,মাসহুদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসাইনসহ ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যরা।