| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন দাবি মেনে নেওয়ার আশ্বাসে ইবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার


দাবি মেনে নেওয়ার আশ্বাসে ইবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার


রহমত নিউজ     14 March, 2023     09:33 AM    


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আন্দোলন ও সড়ক অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।

এর আগে আন্দোলন চলাকালীন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদসহ প্রক্টরিয়াল বডির অন্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাত ৯টার দিকে ঘটনাস্থলে আসেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফরহাদ হোসেন ও কুষ্টিয়া জেলার পুলিশ পরিদর্শক (ডিবি) সাব্বিরুল আলম।

তিনি শিক্ষার্থীদের দাবি যৌক্তিক আখ্যা দিয়ে অভিযুক্তকে রাতেই গ্রেপ্তারের আশ্বাস দেন। পরে শাখা ছাত্রলীগের নেতারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আন্দোলন বন্ধের অনুরোধ করলে শিক্ষার্থীরা রাত সাড়ে ১০টায় মহাসড়ক ছেড়ে দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়।

শিক্ষার্থীরা উপাচার্যের কাছে অভিযুক্তের গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করাসহ নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলোকে যৌক্তিক আখ্যা দিয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।