| |
               

মূল পাতা ইসলাম জুমার বয়ান ‘অশ্লীলতা বন্ধে ভালবাসা দিবস সরকারীভাবে নিষিদ্ধ করুন’


‘অশ্লীলতা বন্ধে ভালবাসা দিবস সরকারীভাবে নিষিদ্ধ করুন’


রহমত নিউজ ডেস্ক     10 February, 2023     05:36 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ও রহমতিয়া জামে মসজিদের খতিব মুফতী সুলতান মহিউদ্দিন বলেছেন, ভালবাসা দিবস পশ্চিমা দেশ থেকে আমদানি করা ইয়াহুদি-নাসারাদের অপসংস্কৃতি। এর দ্বারা মুসলিম যুবক-যুবতীদের চরিত্র হননের অপচেষ্টা চলছে।

আজ (১০ ফেব্রুয়াারি) শুক্রবার রাজধানীর কামরাঙ্গীরচরের রহমতিয়া জামে মসজিদের জুমার বয়ানে তিনি এসব কথা বলেন। নামাজ শেষে তিনি ভূমিকম্পে নিহত ও ক্ষতিগ্রস্ত সিরিয়া ও তুরস্কের মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়া করেন। 

মুফতী সুলতান মহিউদ্দিন বলেন, ভালবাসা দিবস নামে নগ্নতা-বেহায়পনা, অশ্লীলতা আর পাপাচার ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। সুতরাং কোন মুসলমান এ ধরনের নাজায়েয, নির্লজ্জ ও অশ্লীল দিবস উদযাপন করতে পারে না। প্রত্যেক অভিবাবকদের সচেতন থাকা উচিৎ যেন সন্তানরা এসব নির্লজ্জ ও অশ্লীল কাজে লিপ্ত হতে না পারে। আমাদের দেশের সরকারেরও উচিৎ যুব সমাজের চরিত্র রক্ষায় অসামাজিক, অশ্ললীতা বন্ধে ভালবাসা দিবস সরকারী ভাবে নিষিদ্ধ করা।