| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন হুফফাজের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


হুফফাজের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


রহমত নিউজ     22 January, 2023     11:46 PM    


হাফেজে কুরআনদের সর্ববৃহৎ সংগঠন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ২৭ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) রাজধানীর লালবাগ শাহী জামে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় সারাদেশ থেকে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে আসা ৬০ জন প্রতিযোগিকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আন্তর্জাতিক ক্বারী হাফেজ আব্দুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামজা। এছাড়া উপস্থিত ছিলেন জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মাওলানা মুহিবুল্লাহ,সিনিয়র সহ-সভাপতি ক্বারী বজলুল হক, সহ-সভাপতি ক্বারী হাবিবুল্লাহ বেলালী, মাওলানা সাখাওয়াত উল্লাহ, জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল গাফফার, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজম খান, যুগ্ম অর্থ সম্পাদক হাফেজ এজাজ উদ্দিন, হাফেজ জামিল উদ্দিন, হাফেজ তৌফিক আজিজ, হাফেজ আশরাফ হোসেন, হাফেজ মাওলানা ইমরান বিন নুরুদ্দিন ও এনায়েতুল্লাহ খোকন প্রমুখ।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, দেশের প্রতিটি ঘরে শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত পৌঁছে দেয়ার লক্ষ্যে হুফফাযুল কুরআন ফাউন্ডেশন  কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, হিফয শিক্ষা বোর্ড, শিক্ষক প্রশিক্ষণসহ উল্লেখযোগ্য বেশ কিছু কর্মসূচি চলমান রয়েছে। আগামীতে ঘরে ঘরে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত পৌঁছে দেয়ার লক্ষ্যে আরও যা কিছু প্রয়োজন হুফফাযুল কুরআন ফাউন্ডেশন তা করবে।