মূল পাতা শিক্ষাঙ্গন সোমবার জামিয়াতুল মানহালের বার্ষিক সম্মেলন
22 January, 2023 09:51 PM
রহমত নিউজ
জামিয়াতুল মানহাল আল কওমিয়া ডিয়াবাড়ি উত্তরার খতমে কুরআন ও খতমে বুখারী উপলক্ষে বার্ষিক ইসলামী মহা সম্মেলন আগামীকাল (২৩ জানুয়ারী) সোমবার বাদ যোহর হতে মাদরাসা সংলগ্ন মাঠে শুরু হবে।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শাইখুল হাদীস মাওলানা শেখ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা-১৮ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ হাবিব হাসান।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল-হাইআতুল উলিইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শায়খ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জামিয়া কাসেমিয়া আশরাফুল উলূম সাভারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জুনাইদ আল হাবীব, জামিয়াতুন নূর আল কাসিমিয়া উত্তরার মুহতামিম মাওলানা নাজমুল হাসান কাসেমী, বাইতুল মামুর জামে মসজিদ, সাইন্স ল্যাবরেটরি-ঢাকার খতিব মাওলানা হাসান জামিল, মারকাযুত তারবিয়া বাংলাদেশের মুহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জের প্রধান মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মুফতি ওমর আহমদ, দারুল উলূম টঙ্গীর মুহতামিম মুফতি মাসউদুল করীম, দারুল উলূম মাদানীনগরের উস্তায মাওলানা আবু মুসআব উসমান।