| |
               

মূল পাতা আন্তর্জাতিক তিব্বতে তুষার ধসে নিহত বেড়ে ২৮


তিব্বতে তুষার ধসে নিহত বেড়ে ২৮


আন্তর্জাতিক ডেস্ক     21 January, 2023     06:34 PM    


চীনের তিব্বতে একটি মহাসড়কে তুষারধসে ২৮ জনের মৃত্যু হয়েছে। তুষারধসের পরই উদ্ধার অভিযানে নামে উদ্ধারকর্মীরা। শেষ পর্যন্ত ২৮ জনের মরদেহ খুঁজে পাওয়ার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে দিয়ে এ তথ্য জানিয়েছে আরটি নিউজ। 

তিব্বতের দক্ষিণ-পশ্চিমে নাইংচি শহরকে একটি অন্য একটি প্রদেশের সঙ্গে সংযোগকারী টানেলের বহির্গমন এলাকার ছবিতে দেখা গেছে বেশ কয়েকটি খনন যন্ত্র গভীর তুষার খনন করছে।

মঙ্গলবার সন্ধ্যায় টানেলের মুখে প্রচুর তুষার ও বরফ ধসে পড়লে চালকরা তাদের যানবাহনে আটকা পড়ে।

Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোববার থেকে শুরু হওয়া চীনের চন্দ্র নববর্ষের ছুটিতে অনেক লোক বাড়ি ফিরেছিল।

নিংচি প্রায় ১০ হাজার ফুট (তিন হাজার ৪৮মিটার) উচ্চতায় অবস্থিত। আঞ্চলিক রাজধানী লাসা থেকে প্রায় পাঁচ ঘণ্টার এই মহাসড়ক পথ ২০১৮ সালে খুলে দেয়া হয়।