| |
               

মূল পাতা সাহিত্য জাসাফের ‘জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা’ শীর্ষক রাউন্ড টেবিল স্টাডি অনুষ্ঠিত


জাসাফের ‘জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা’ শীর্ষক রাউন্ড টেবিল স্টাডি অনুষ্ঠিত


রহমত নিউজ ডেস্ক     17 December, 2022     09:14 PM    


মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক ফোরাম- জাসাফের উদ্যোগে ‘জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা’ শীর্ষক এক রাউন্ড টেবিল স্টাডি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৭ ডিসেম্বর) শনিবার বিকালে রাজধানীর পুরানা পল্টনস্থ একটি মিলনায়তনে এ প্রোগ্রাম  অনুষ্ঠিত হয়।  প্রোগ্রামে বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিক  ড. আহমদ আবদুল কাদের রচিত ‘জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা’ শীর্ষক বইয়ের উপর অংশগ্রহণকারীগণ আলোচনা করেন।

জাসাফের নির্বাহী সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সলের সভাপতিত্বে প্রোগামে প্রাধান অতিথির বক্তব্য পেশ করেন, বিশিষ্ট চিকিৎসক ডক্টরস সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডাঃ আবদুল্লাহ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আপডেট টোয়েন্টিফোর ডটনেটের সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যালিগ্রাফি শিল্পী আরিফুর রহমান।

সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমানের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন, জাসাফে’র সহসভাপতি ড. আনিসুর রহমান শিপলু, আবদুর রব সিকদার, মুফাসসিরে কুরআন মাওলানা আব্দুল হক আমিনী, মোঃ জিল্লুর রহমান, মোঃ আবুল হোসেন,  ফুলের হাসির সহসম্পাদক কে এম ইমরান হোসাইন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ নজরুল ইসলাম, কবি মুফতি সাইফুল হক, দাবানল শিল্পী গোষ্ঠীর পরিচালক কাওসার আহমদ সোহাইল, সাবেক নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান চৌধুরী, এম কামরুজ্জামন, শেখ শাব্বির আহমদ, মুফতি আলী আকরাম, শাহ সিহাব উদ্দিন  প্রমুখ।
বার্তা প্রেরক