| |
               

মূল পাতা সাহিত্য কাল জামিয়া নূরিয়ায় ৩দিনব্যাপী আঞ্চলিক কিতাবমেলা শুরু


কাল জামিয়া নূরিয়ায় ৩দিনব্যাপী আঞ্চলিক কিতাবমেলা শুরু


জামিল আহমদ     14 December, 2022     08:27 PM    


সারাদেশে তৃণমূল পর্যায়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে মাকতাবাতুল আযহার ও বাংলাদেশ ইসলামি প্রকাশক ফোরামের যৌথ উদ্যোগে ৩৫তম ৩দিনব্যাপী ধারাবাহিক আঞ্চলিক কিতাবমেলার আয়োজন করা হয়েছে।

আগামীকাল (১৫ ডিসেম্বর) বৃহস্পতিবার বাদ যোহর রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ার মাঠে কিতাবমেলার উদ্বোধন হবে। চলবে (১৭ ডিসেম্বর) শনিবার রাত পর্যন্ত।

কিতাবমেলা উদ্বোধন করবেন বরেণ্য বুযুর্গ হযরত হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

মেলায় যেসব লাইব্রেরী অংশগ্রহণ করবে : মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম, আন্-নূর পাবলিকেশন্স, মাকতাবাতুল হাসান, মাকতাবাতুল আশরাফ, মাকতাবাতুল হেরা, আশরাফী বুক ডিপো, আশরাফিয়া বুক হাউস, থানবী লাইব্রেরী, আলোকধারা প্রকাশন, অর্পণ প্রকাশন, বই ঘর, মাকতাবাতুস সাহাবা, মাকতাবাতুত তাকওয়া, মাকতাবাতুল ফুরকান, স্বরবর্ণ প্রকাশন, আল মাহমুদ প্রকাশন, সঞ্চালন প্রকাশনী।