| |
               

মূল পাতা আন্তর্জাতিক আমেরিকা পেরুতে ভয়াবহ আকারে ছড়িয়েছে বার্ড ফ্লু


পেরুতে ভয়াবহ আকারে ছড়িয়েছে বার্ড ফ্লু


রহমত নিউজ     01 December, 2022     06:33 AM    


লাতিন আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ আকারে ছড়িয়েছে বার্ড ফ্লু। এখন পর্যন্ত ১৩ হাজার পাখির মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির প্রশাসন। পশুগুলোর বেশিরভাগই পেলিক্যান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত দু’সপ্তাহ যাবত দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের সমুদ্র উপকূলে মৃত পাখি দেখা যাচ্ছে। পরিচ্ছন্নতাকর্মী সেগুলো সরিয়ে নিলেও নতুনভাবে মারা যাচ্ছে হাঁস জাতীয় পাখি- পেলিক্যান। মৃত এসব পাখির নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে বার্ড ফ্লু’র বিষয়টি।

গেল সপ্তাহে জাতীয় কৃষি বিভাগ এ বিষয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। বিবৃতি অনুসারে, খামারগুলোয় দেখা দিয়েছে টাইপ- এ অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা। যার বৈজ্ঞানিক নাম সাবটাইপ H5N1। আশঙ্কা করা হচ্ছে, খুব শিগগিরই পোল্ট্রি শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই ফ্লু।