| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য উন্নয়নের খরচটা কী রকম? ডা. জাফরুল্লাহ চৌধুরী


উন্নয়নের খরচটা কী রকম? ডা. জাফরুল্লাহ চৌধুরী


রহমত নিউজ ডেস্ক     26 November, 2022     06:53 PM    


গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উন্নয়নের হিসাবটা আমরা পেতে চাই। আমাদের অন্য কোনও দাবি নেই। উন্নয়নের খরচটা কী রকম? পদ্মা সেতু নির্মাণে খরচ হওয়ার কথা ছিল সাত হাজার কোটি টাকা, সেখানে খরচ হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। এই এত টাকা বেশি কোথায় কোথায় খরচ হয়েছে— তার একটা হিসাব পেলে আমরা আপনার ওপর খুশি হবো। আপনি হেরেও জিতে যাবেন। সত্য কথা বলতে ভয় পাবেন না।’

আজ (২৬ নভেম্বর) শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোনার বাংলা পার্টির ১৬তম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ আব্দুন নূরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।

প্রধানমন্ত্রীর সুষ্ঠু নির্বাচন দিতে ভয়টা কোথায়, জানতে চেয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কৃষক-শ্রমিক যা আয় করে, তার এক-তৃতীয়াংশ চাল কিনতে খরচ হয়ে যায়। তার আয়ের ৮২ শতাংশ খরচ হয়ে যায়। আর বাকি ব্যয়গুলো তো আছেই।আপনি যদি বিশ্বাস করেন আপনি এত উন্নয়ন করেছেন, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন দেন। সুষ্ঠু নির্বাচন দিতে হলে সুষ্ঠু ভোটের প্রয়োজন, যা আপনার আমলে সম্ভব না। যদি আমরা সবাই মিলে একটা কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে পারি, তাহলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেই পরিস্থিতিতে উন্নয়নের যিনি মূল, তার জামানত বাজেয়ায়াপ্ত হয়ে যাবে।’