| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল নতুনকরে বিদ্যুতের মূল্যবৃদ্ধি মরার উপর খাঁড়ার ঘা : মাওলানা ইসহাক


নতুনকরে বিদ্যুতের মূল্যবৃদ্ধি মরার উপর খাঁড়ার ঘা : মাওলানা ইসহাক


রহমত নিউজ ডেস্ক     23 November, 2022     05:05 PM    


খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতিতে জনগণের নাভি:শাস চলছে। এরমধ্যে পাইকারী পর্যায়ে বিদ্যুতের দাম ২০ ভাগ বাড়ানো হয়েছে। শীঘ্রই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার কথা শোনা যাচ্ছে। নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে মানুষ হিমশিম খাচ্ছে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে দুর্বিষহ হয়ে উঠছে সাধারণ মানুষের জীবন। আবার নতুনকরে বিদ্যুতের মূল্যবৃদ্ধি মরার উপর খাঁড়ার ঘা। জিনিসপত্রের দাম কমাতে না পারলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।

গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্য়ালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে খেলাফত মজলিসের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে শাখায় শাখায় ব্যাপক কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গ্রহীত হয়।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোঃ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, এডভোকেট মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, মাওলানা আজিজুল হক, খন্দকার সাহাবউদ্দিন আহমদ, তাওহিদুল ইসলাম তুহিন প্রমুখ।