| |
               

মূল পাতা সারাদেশ মহানগর সোমবার ময়মনসিংহে সীরাতকেন্দ্রের সেমিনার


সোমবার ময়মনসিংহে সীরাতকেন্দ্রের সেমিনার


মহানগর ডেস্ক     12 November, 2022     07:59 AM    


সীরাতচর্চা ও গবেষণাকেন্দ্র ‘সীরাতকেন্দ্র’ ‘মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদর্শন ও সমাজ বাস্তবতা’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। আগামী (১৪ নভেম্বর) সােমবার, বেলা ৩টা ময়মনসিংহ নগরীর টাউন হলস্থ তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে আলােচক হিসেবে উপস্থিত থাকবেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বিশিষ্ট লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ, কবি, গবেষক ও বহুগ্রন্থপ্রণেতা মুসা আল হাফিজ, দৈনিক নয়া শতাব্দীর বিভাগীয় সম্পাদক ও  লেখক  আলী হাসান তৈয়ব। আলােচনা শেষে থাকবে প্রশ্নোত্তরের বিশেষ পর্ব।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন-মসিক মেয়র মােঃ ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিবিএমসিবি মেডিসিন বিভাগের সহযােগী অধ্যাপক হাফেজ মাওলানা ডা. আব্দুল বারী, জামিয়া আরাবিয়া মাখনুল উলুমের নায়েবে মুহতামিম মাওলানা মুহাম্মাদ ইবনে হাফিজ্জী।

সভাপতিত্ব করবেন, ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ জেলা সভাপতি মুফতী মুহিব্বুল্লাহ। প্রবন্ধ উপস্থাপন করবেন, কবি ও আরবি ভাষার শিক্ষক মাহমুদুল হাসান জুনাইদ। সেমিনার সঞ্চালনা করবেন ওয়ালিউল ইসলাম।

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ