| |
               

মূল পাতা সাহিত্য আজ মাসিক নকীবের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান


আজ মাসিক নকীবের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান


রহমত নিউজ     11 November, 2022     09:32 AM    


জাতীয় সাহিত্য প্রতিযােগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব। আজ (১১ নভেম্বর) শুক্রবার, দুপুর ২টা রাজধানীর বাংলামটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালকমাওলানা উবায়দুর রহমান খান নদভী, সনিক প্রাইম গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড, আক্কাস আলী সরকার, বিশিষ্ট লেখক, গবেষক ও উসতাযুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বিশিষ্ট শিশু সাহিত্যিক ও গল্পকার এনায়েত রসুল, বিশিষ্ট উপস্থাপক শাহ ইফতেখার তারিক।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাস্ক ট্রাভেলস এন্ড ট্যুরসের চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমান, নূরানী ল্যান্ড প্রােপার্টির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আনােয়ার হােসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ইব্রাহিম খলিল, ঢাকা মেইলের যুগ্ম বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, ইনসাফ টুয়েন্টিফোর ডটনেটের সম্পাদক মাহফুজ খন্দকার, হােটেল অস্টার ইকোর চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, বেপারী হােল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বেপারী, আল কারীম এয়ার এভিয়েশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল করীম, ছাত্রসেবা ব্রান্ডের চেয়ারম্যান মাওলানা তানভীর হােসাইন মাহমুদী।

উপস্থিত থাকবেন, নকীবের সম্পাদকমণ্ডলীর সাবেক সভাপতিবৃন্দ যােবায়ের হােসেন, কে এম আতিকুর রহমান, শেখ ফজলে বারী মাসউদ, বরকত উল্লাহ লতিফ, এস.এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীর, মুহাম্মাদ আরিফুল ইসলাম, নূরুল ইসলাম আল-আমীন, জি. এম. রুহুল আমীন, শেখ ফজলুল করীম মারুফ, এম হাছিবুল ইসলাম। উপস্থিত থাকবেন, নকীব পদক-২০২২-এর জন্য মনােনীত তিন গুণী লেখক।

সভাপতিত্ব করবেন, মাসিক নকীবের সম্পাদকমণ্ডলীর সভাপতি নুরুল করীম আকরাম। সঞ্চালনা করবেন মাসিক নকীবের সম্পাদক সুলতান মাহমুদ, নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ। সংগীত পরিবেশন করবেন কলরব, স্বপ্নসিঁড়ি ও মানযিল।