| |
               

মূল পাতা সারাদেশ মহানগর বরিশালে রেকর্ড ৩৫২ মিলিমিটার বৃষ্টিপাত 


বরিশালে রেকর্ড ৩৫২ মিলিমিটার বৃষ্টিপাত 


রহমত ডেস্ক     25 October, 2022     09:24 AM    


বরিশালে গত ২৪ ঘণ্টায় চলতি মৌসুমের রেকর্ড ৩৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে এ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ২৯৮ মিলিমিটার। সোমবার রাত সোয়া ১২টায় গণমাধ্যমকে এ খবর জানান বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান।

তিনি বলেন, রোববার রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশাল। যা চলতি মৌসুমের রেকর্ড। একবারে ২৪ ঘণ্টায় এত বৃষ্টিপাত আর হয়নি।

তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে এ পর্যন্ত সর্বোচ্চ ৫০.৪ কিলোমিটার বাতাসের গতিবেগ রেকর্ড হয়েছে। আর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে ভোর রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানান তিনি।

এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সার্বিক আবহাওয়ার হালনাগাদ তথ্য জানানো নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে স্থানীয় আবহাওয়া অফিসকে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে মাহফুজুর রহমান জানান, সিত্রাংয়ের প্রভাবে টানা বর্ষণে আবহাওয়া অফিস কম্পাউন্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের গেট পর্যন্ত পানি উঠে গেছে। এ নিয়ে বিপাকে থাকার পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের কারণে আবহাওয়ার কেন্দ্রীয়ভাবে তথ্য জানাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল