| |
               

মূল পাতা জাতীয় সিত্রাংয়ের প্রভাবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি চোখে পড়েনি: বিমান বাহিনী 


সিত্রাংয়ের প্রভাবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি চোখে পড়েনি: বিমান বাহিনী 


রহমত ডেস্ক     25 October, 2022     02:32 PM    


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর উপকূলীয় এলাকা হেলিকপ্টরে পরিদর্শন করেছে বিমান বাহিনী। পরিদর্শন শেষে সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বাহিনীর অধিনায়ক ৩১ নং স্কোয়াড্রন উইং কমান্ডার চৌধুরী আবুল বারকাত। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।  

চৌধুরী আবুল বারকাত বলেন, ‘আমরা পরিদর্শনে বড় ধরনের কোনো ক্ষতি লক্ষ করিনি। সাধারণ ঝড়ে যেমন ক্ষতি হয় এই ঝড়েও তেমনই হয়েছে। ’ 

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এর মধ্যে কুমিল্লায় একই পরিবারের তিন জন, ভোলায় চারজন, সিরাজগঞ্জে দুজন, গোপলগঞ্জে দুই জন, পটুয়াখালী, নড়াইল, বরগুনা, শরীয়তপুর ও ঢাকায় একজন করে রয়েছেন।