| |
               

মূল পাতা প্রবাস ‘ইসলামের সৌন্দর্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে’


‘ইসলামের সৌন্দর্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে’


প্রবাস ডেস্ক     13 September, 2022     12:40 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলন কুয়েত শাখার উদ্যোগে মাসিক ইজতেমা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১১ সেপ্টেম্বর) সংগঠনের কুয়েত শাখার আমীর মাওলানা গোলাম মাওলা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা রশিদ আহমাদ, মুফতি খালেদ সাইফী, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা ইকরামুল ইসলাম, আবুল হোসাইন ফারুক, মুহাম্মাদ হুমায়ুন কবির, মাওলানা হুসাইন আহমেদ, মোঃ ইব্রাহিম খলিল ও হাফেজ ফায়সাল প্রমুখ

বক্তারা বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমরা ইসলামবিদ্বেষীদের কর্তৃক জুলুম নির্যাতনের শিকার। ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নীরবে বসে আছে। এটা ইসলামের শিক্ষা নয়। আমাদের উচিত জুলুমের মোকাবেলায় আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি ধৈর্য, হেকমত অবলম্বনসহ ইসলামের সৌন্দর্যকে গোটা বিশ্বের সামনে তুলে ধরা। বাংলাদেশে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার জন্য সকলকে হযরত হাফেজ্জী হুজুর রহ: প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান তারা।