| |
               

মূল পাতা প্রবাস সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর ইন্তিকাল


মো. আবু তালেব মোল্লা (৫৬)

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর ইন্তিকাল


রহমত ডেস্ক     31 July, 2022     01:52 PM    


সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ বছর আরও একজন বাংলাদেশি ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নাম মো. আবু তালেব মোল্লা (৫৬)। তিনি হজের ২২ দিন পর শনিবার (৩০ জুলাই) ইন্তিকাল করেন। এ নিয়ে এবারের হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে ২৫ জন বাংলাদেশি ইন্তিকাল করলেন। তাদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী ৭ জন।

আজ রবিবার (৩১ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজ থেকে এসব তথ্য জানা গেছে।

হজ ম্যানেজমেন্ট পোর্টালে বলা হয়েছে, মো. আবু তালেব মোল্লার বাড়ি মেহেরপুর সদরের কুতুবপুর গ্রামে। তার পাসপোর্ট নম্বর EA0749782। তার হজ গাইড মো. জামাল উদ্দিন ভূইয়া, মোনাজ্জেম মো. রুহুল আমীন।

এর আগে আরও ২৪ জন বাংলাদেশি ইন্তিকাল করেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী তাদের সবাইকে সৌদি আরবেই দাফন করা হয়েছে।  

গত ৫ জুন থেকে ৫ জুলাই ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। হজ শেষে ১৪ জুলাই (বৃহস্পতিবার) থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে; চলবে ৪ আগস্ট পর্যন্ত।