| |
               

মূল পাতা প্রবাস আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী


আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী


প্রবাস ডেস্ক     14 July, 2022     05:09 PM    


মিশরে ঈদুল আযহাকে ঘিরে পুনর্মিলনীর আয়োজন করেছে জামেয়াতুল আজহার বা আল আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীর সংগঠন ‘আজহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’।

রবিবার (১০ জুলাই) রাজধানী কায়রোস্থ ছকরে কুরাইশ মসজিদুত তাইসির হল রুমে এ পুনর্মিলনী বেশ জাঁকজমকপূর্ন ভাবে পালিত হয়েছে। সর্বশেষ বিশ্বমানবতার কল্যাণ কামনা করে সম্মিলিত মোনাজাত করা হয়। নারী-পুরুষ মিলিয়ে অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী অতিথি উপস্থিত ছিলেন।

ছাত্রদের জন্য গরু দুম্বা মিলিয়ে কোরবানি দেওয়া, আনন্দ-বিনোদনের জন্য দামামা শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে ছিলো অসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন কৌতুক মঞ্চায়নসহ বাংলাদেশি শিশু-কিশোরদের সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানকে ভিন্নমাত্রা দিয়েছিলো।

বিনোদন শেষে সোসাইটির সভাপতি মাওলানা শরিফ উদ্দীন আব্দুল মান্নান ও সাবেক উপদেষ্টা ড. হাসিবুর রহমান আযহারির নেতৃত্বে সোসাইটির সংশোধিত সংবিধানের মোড়ক উন্মোচন করেন এসময় উপস্থিত ছাত্রদের সবাই করতালির মাধ্যমে সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ জানান।