| |
               

মূল পাতা সারাদেশ আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত ৭ হাজার মানুষের ঈদ


আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত ৭ হাজার মানুষের ঈদ


রহমত ডেস্ক     10 July, 2022     12:42 PM    


সারাদেশের সঙ্গে সুনামগঞ্জেও ঈদুল আযহা উদযাপন হচ্ছে।  আজ (১০ জুলাই) রবিবার সকাল ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদের ঈদগাহ ময়দানে প্রথম জামাতের মধ্যে দিয়ে শুরু হয় ঈদুল আযহার আনুষ্ঠানিকতা। নামাজ শেষে যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিচ্ছেন।

এদিকে বন্যায় ঘরবাড়ি হরিয়ে এবং কিছু জায়গায় পানি না নামায় সুনামগঞ্জের সদর, ছাতক, দোয়ারা বাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর জগন্নাথপুর, দিরাই, শাল্লা উপজেলার সাত হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ঈদ করছেন। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ জানান, বানের পানিতে ঘর বাড়ি ভেসে গেছে। এজন্য আশ্রয় কেন্দ্রেই তাদের ঈদ করতে হচ্ছে।

সুনামগঞ্জ জেলা ত্রাণ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সুনামগঞ্জের সাতটি উপজেলার সাত হাজার মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তারা যাতে সুন্দরভাবে ঈদ করতে পারে এজন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর