| |
               

মূল পাতা সারাদেশ মহানবীকে অবমাননার প্রতিবাদে ইমাম সমাজের বিক্ষোভ 


মহানবীকে অবমাননার প্রতিবাদে ইমাম সমাজের বিক্ষোভ 


রহমত ডেস্ক     10 June, 2022     06:15 PM    


কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতাদের মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা সম্পর্কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ।

আজ (১০ জুন) শুক্রবার চকবাজার শাহী মসজিদ চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি ক্বারী আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক মুফতি তাসলিম, ঢাকা মহানগর আহ্বায়ক মুফতি হেদায়েতুল্লাহ গাজী, মাওলানা শামসুল হক, মাওলানা শহিদুল আনোয়ার মুফতি আনিসুর রহমান মুফতি কারী রহমত উল্লাহ মাওলানা সোলাইমান মাওলানা ওয়াসেক বিল্লাহ, হারে হাজারীবাগ থানা সভাপতি মাওলানা মিজানুর রহমান, ওয়ারী থানা সভাপতি মাওলানা মুহিবুর রহমান প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল লালবাগ শাহী মসজিদ চত্বরে গিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। 

সমাবেশে মহাসচিব মুফতী মিনহাজ উদ্দিন বলেন, আপনার সাথে বন্ধুত্ব আমাদের প্রয়োজন আছে, তবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আঘাতকারীদের সাথে বন্ধুত্ব এদেশের জনগণ মেনে নেবে না। সরকারের উচিত অনতিবিলম্বে মহানবীর বিরুদ্ধে কটুক্তিকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানানো এবং তাদের শাস্তির দাবি করা।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা চকবাজার